
ভারতের কাছে ২৪৩ রানে পরাস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা দল। আগে ব্যাট করে বিরাট কোহলীর সেঞ্চুরীতে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ২৭ ওভার ১ বলে ৮৩ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা দল। পরাজিত হলেও আগে ভাগেই কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে দুই দলের। ফলে আজকের ম্যাচটি অনেকেই বিশ্বকাপে ফাইনালের মহরা হিসেবে দেখছিলেন। এতে সফল ভারত আর বড় ব্যবধানে হেরে মনোবলে ধাক্কা খেল আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর: ভারত-৩২৬/৫, কোহলী-১০১ (১২১), শ্রেয়াস আয়ার-৭৭ (৮৭),
কিশাভ মহারাজ-১০-৩০-১, কাসিগো রাবাদা-১০-৪৮-১
দক্ষিণ আফ্রিকা-৮৩/১০ (২৭.১), মারকো জনসেন-১৪ (৩০), ভ্যান ডার ডুসেন-১৩ (৩২),
রবীন্দ্র জাদেজা-৯-৩৩-৫, কুলদীপ যাদব-৫.১-৭-২, মোহাম্মদ শামী-৪-১৮-২
আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ২৪ বলে ৪০ আর শুভমন গিল ২৪ বলে ২৩ রান করে আউট হয়েছেন। তিনে নেমে বিরাট কোহলীর অপরাজিত ১২১ বলে ১০১ রান করেন। সাথে যোগ্য সঙ্গ দেয়া শ্রেয়াস আয়ার ৮৭ বলে ৭৭ রান করে ফেরেন। শেষের দিকে সূর্যকুমার যাদবের ১৪ বলে ২২ আর রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৩২৬ রানে পৌঁছে ভারত।
দক্ষিণ আফ্রিকার হয়ে বেস্ট বোলিং ফিগার কিশাভ মহারাজের ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ টি উইকেট। ভারতের ৫ টি উইকেট নিতে ৫ জন বোলারকে অবদান রাখতে হয়েছে। লুঙ্গি এনগিডি, মারকো জনসেন, রাবাদা আর শামসী সবাই ১ টি করে উইকেট নিলেও বেশ খরুচে বোলিং করেছেন।
৩২৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৭ ওভার ১ বল খেলেই মাত্র ৮৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ১৪ রানের! সেটিও আসে ৭ নম্বরে আসা মারকো জনসনের ব্যাট থেকে।
রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন। পাশাপাশি মোহাম্মদ শামী ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ টি আর কুলদীপ যাদব ৫ ওভার ১ বলে ৭ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ তিনিও ৪ ওভারে ১১ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন।
৮ ম্যাচের ৮ টি জিতে গ্রুপ পর্বে সেরা হওয়া নিশ্চিত করল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাও ৮ ম্যাচের ৬ টি জিতে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।