অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের জয়ের লক্ষে ব্যাটিং করছ ভারত

ind-cric-146

ভারতের সামনে ২৭৭ রানের লক্ষ্যে দাঁড় করাতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া।

আজ প্রথম ‍ওডিআইতে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ৫০ ওভার শেষে ২৭৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেছেন ডেভিড ওয়ার্নার।

এছাড়াও জশ ইংলিশ ৪৫ এবং স্টিভ স্মিথ ৪১ রান করেন। ফলে, ব্যাটিং সহায়ক উইকেটে মাঝারি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে মোহাম্মদ শামী ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন।

২৭৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতের দুই ওপেনার ঋতুরাজ গাইকাট এবং শুভমন গিলের ব্যাটিং দৃঢতায় ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে ভারত।

এই সিরিজে ভারতের সিনিয়র দুই ক্রিকেটার বিরাট কোহলী এবং রহিত শর্মাকে বিশ্রামে রাখা হয়েছে।

বিশ্বকাপের লম্বা সিডিউলের ধকল যাতে সামলাতে পাড়ে সেজন্যই এই দুই ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে ভারত।

ভারতে বিশ্বকাপ হওয়ায়, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই

সিরিজ অস্ট্রেলিয়াকে সাহায্য করবে। যদিও, অস্ট্রেলিয়ার বেশ কিছু প্লেয়ারের জন্য

আইপিএলে খেলার সুবিধার্থে, কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া সহজ হবে।

বিশ্বকাপ জয়ের জন্য দুই টিমই এবারে ফেভারিট দের তালিকায় আছে। ফলে, এই সিরিজ যে জিতবে, মনোবলের দিক দিয়ে অনেকটা এগিয়ে যাবে তারা।

 

 

পাশাপাশি, বেশ কিছু খেলোয়াড়দের বাজিয়ে দেখার সিরিজও এটি। ১৫ সদস্যের দলে থাকা খেলোয়াড়ের মধ্যে থেকে মূল একাদশ বেছে নেওয়া সহজ হবে এই সিরিজ থেকেই।

যদিও, মোটামুটি বেশির ভাগ পজিশনে কে খেলবেন তা নিশ্চিত হয়ে আছে।

স্কোর: অস্ট্রেলিয়া-২৭৬/১০ (৫০)

ডেভিড ওয়ার্নার-৫২ (৫৩), মোহাম্মদ সামি-১০-৫১-৫

ভারত (শেষ খবর পর্যন্ত): ১৪৯/২, ঋতুরাজ (আউট) -৭১ (৭৭), শুভমন গিল (অপরাজিত) -৭৪ (৬০)

 

 

 

 

One thought on “অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের জয়ের লক্ষে ব্যাটিং করছ ভারত

মন্তব্য করুন