
সংক্ষিপ্ত স্কোর: ভারত-৩৫৭/৮ (৫০), গিল-৯২ (৯২), কোহলী-৮৮ (৯৪), আয়ার-৮২ (৫৬), মাধুশাঙ্কা-১০-৮০-৫
শ্রীলঙ্কা-৫৫/১০ (১৯.৪), রাজিথা-১৪ (১৭), শামী-৫-১৮-৫, সিরাজ-৭-১৬-৩
শ্রীলঙ্কাকে রেকর্ড ৩০২ রানে হারিয়ে ভারতের জয় নিশ্চিতের পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হল। আগে ব্যাট করে ৩৫৮ রানের বড় লক্ষ্য দাঁড় করায় ভারত। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানেই শেষ লঙ্কান ইনিংস। লঙ্কানদের অবস্থা এতটা খারাপ যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনংসটি ১৪ রানের যা কাসুন রাজিথার ব্যাট থেকে এসেছে।
ভারত আগে ব্যাট করে ৪ রানের মাথায় রোহিত শর্মাকে হারায়। এরপর শুভমন গিল, বিরাট কোহলী, শ্রেয়াস আয়ার তিনজনই ৮০ পেরোনো ইনিংস খেললেও কেউ সেঞ্চুরি করতে পারেনি। শুভমন গিল ৯২, বিরাট কোহলী ৮৮ আর শ্রেয়াস আয়ার ৮২ রান করে আউট হয়েছেন। আর তিনজনেই আউট হয়েছেন দিশান মাধুশাঙ্কার বলে।
অথচ তিনজনের সামনে যথেষ্ট বল বাকি ছিল শত রান করার। বিরাট কোহলীর সামনে সুযোগ ছিল সচীন টেন্ডূলকারের সমান ৪৯ তম সেঞ্চুরি করার। সেটা না হলেও শেষের দিকে রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ৩৫৭ রানের পুঁজি পায় ভারত। জাদেজার পাশাপাশি শ্রেয়াস আয়ারের ৮২ রানের ইনিংসটি আসে মাত্র ৫৬ বল থেকে।
লঙ্কানদের হয়ে দিশান মাধুশাঙ্কা ১০ ওভারে ৮০ রান দিয়ে ৫ টি গুরুত্বপূর্ন উইকেট নিয়েছেন। আরেক লঙ্কান দুশমান্থা চামীরা ১০ ওভারে ১ টি উইকেট নিতে খরচ করেছেন ৭১ টি রান। জাদেজার উইকেটটি আসে রান আউট থেকে।
৩৫৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বলই দেখতে পারছিল না শ্রীলঙ্কা। মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়ে ৩০২ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে। ২২ রানের মাথায় ৭ উইকেট হারানো লঙ্কানরা ৫০ পেরুতে পেরেছে এতে বড় অবদান ১০ নম্বরে নামা কাসুথ রাজিথার কল্যানে। দাসুথ রাজিথাই লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৪ টি রান করেছেন।
বোলিং করতে এসে লঙ্কান বো ভারতের হয়ে মোহাম্মদ শামী ৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ৭ ওভারে ১৬ রান দিয়ে ৩ টি, জাসপ্রিত বুমরাহ ১ টি আর রবীন্দ্র জাদজা ১ টি উইকেট নিয়েছেন।
এই জয়ের মাধ্যমে ৭ ম্যাচের ৭ টিতেই জিতে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। অপরদিকে ৭ ম্যাচে ২ জয় আর ৫ পরাজয়ে নিজেদের বিদায়ের ঘন্টা প্রায় বাঁজিয়ে দিল শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের মত তাদেরও আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।
Your article helped me a lot, is there any more related content? Thanks!
1 TOR240, and5 priligy
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/it/join?ref=S5H7X3LP
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?