অস্ট্রেলিয়ার কাছ ভারতের বিশ্বকাপ হার এখনো তরতাজা। বিশ্বকাপ শেষের ৪ দিনের মাথায় আবার দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শুরু হল দুই ফাইনালিস্টদের মধ্যে। ৫ ম্যাচের টি-টোয়েন্টির আজকের প্রথমটিতে অস্ট্রেলিয়াক ২ উইকেট হারিয়ে বিশ্বকাপ ব্যর্থতার প্রতিশোধ নিল ভারত।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: অস্ট্রেলিয়া-২০৮/৩, জশ ইংলিম-১১০ (২০),স্টিফেন স্মিথ-৫২(৪১)
প্রসিধ কৃষ্ণা ৪-৫০-১, রবি বিষ্ণয়-১০-৫৪-১,
ভারত-২০৯/৮ (১৯.৫), সূর্যকুমার যাদব- ৮০ (৪২),ঈশান কিশান-৫৮ (৩৯)
তানভির সাঙ্গা-৪-৪৭-২
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৮ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জশ অব ইংলশ৫০ বলে ১১০আর স্টিফেন স্মিথ ৪১ বলে ৫২ রান করেন। জশ ইংলিশের অনবদ্য সেঞ্চুরী অস্ট্রেলিয়ার রানকে ২০০ ছাড়িয়ে যেতে সাহায্য করে।
ভারতের হয়ে প্রসিধ কৃষ্ণা ৪ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন। আর রবি বিষ্ময় ৪ ওভার বোলিং করে ১ টি উইকেট নিতে খরচ করেছন ৫৪ টি রান। স্টিভ স্মিথকে রান আউট করে সাজঘরে ফেরান মুকেশ কুমার। এর বাহিরে ভারতীয় বোলিংয়ের আর কোন সফলতা না থাকায় ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় বোলারদের।
২০৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের ৪২ বলে ৮০ আর ঈশান কিশানের ৩৯ বলে ৫৮ রানে জয়ের দেখা পায় ভারত। তবে, শেষ দিকে বেশ কয়েকটি উইকেট পড়ে গেলেও কলকাতা নাইট রাইডার্স তারকা রিংকু সিংয়ের ১৪ বলে ২২ রানে ১৯ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করে জয় নিশ্চিত করে ভারত।
অস্ট্রেলিয়ার পক্ষে তানভির সাঙ্গা ৪ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন। জশ বেহরানডফ ৪ ওভারে ২৫ রানে ১ টি উইকেট নিলেও পরাজয় ঠেঁকাতে যথেষ্ঠ ছিল না। শন অ্যাবট শেষ ওভারে নাটকীয়তা তৈরি করলেও শেষ রক্ষা হয়নি, ১ বল হাতে রেখেই জয়ের দেখা পায় ভারত।
বিশ্বকাপ শেষে দুই দলেরই বেশ কিছু সিনিয়র খেলোয়াড় এই ম্যাচে অনুপস্থিত ছিলেন। ভারতের অপ্রতাশিত বিশ্বকাপ হারের পর আজকের এই জয় কিছুটা হলেও ক্ষত সারতে সহায়তা করবে। ৫ ম্যাচ সিরিজের আজকের ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। আগামী ২৬ নভেম্বর দুই দলের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.