
নেদারল্যান্ডকে ১৬০ রানে হারিয়েে এবারের বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতে নিল ভারত। প্রথম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান ১ নম্বরে। আগামী ১৫ নভেম্বর ভারত প্রথম সেমিফাইনালে পয়েন্ট তালিকার ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ডের মোকাবিলা করবে। অপরদিকে নেদারল্যান্ড এবারের বিশ্বকাপে ২ টি ম্যাচ জিতেও পয়েন্ট তালিকার তলানীতে থেকে বিশ্বকাপ শেষ করল। ভারতের জয়ে লাভ হয়েছে বাংলাদেশেরও। পয়েন্ট তালিকায় ৮ নম্বর অবস্থান ধরে রেখে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহন নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর: ভারত-৪১০/৪ (৫০), শ্রেয়াস আয়ার-১২৮ (৯৪), কেএল রাহুল-১০২ (৬৪),
বাস ডি লিড-১০-৮২-২, ভ্যান ডার মারউই-১০-৫৩-১,
নেদারল্যান্ড-২৫০/১০ (৫০), তিজা নাদমানু-৫৪ (৩৯), সাইব্রান্ট-৪৫ (৮০),
মোহাম্মদ সিরাজ-৬-২৯-২, জাসপ্রিত বুমরাহ-৯-৩৩-২
আগে ব্যাট করে ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করে ভারত। ভারতের ইনিংসে ব্যাটে আসা প্রথম ৫ জনই কমপক্ষে ফিফটির দেখা পেয়েছেন। এদের মধ্যে শ্রেয়াস আয়ার আর কেএল রাহুল সেঞ্চুরীর দেখা পেয়েছেন। শ্রেয়াস আয়ার ৯৪ বলে অপরাজিত ১২৮ আর কেএল রাহুল ৬৪ বলে ১০২ রান করেছেন।
ওপেনার রোহিত শর্মা ৫৪ বলে ৬১ আর শুভমন গিল ৩২ বলে ৫১ রান করেন। দারুন ছন্দে থাকা বিরাট কোহলী ৫৬ বলে ৫১ রান করে আউট হয়েছেন। ভারতীয়রা বিরাটের ওয়ানডেতে ৫০ তম সেঞ্চুরী দেখতে চাইলেও আজকে তা হয়নি।
নেদারল্যান্ডের হয়ে বাস ডি লিড ১০ ওভার বোলিং করে ৮২ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন। এছাড়াও ভ্যান ডার মারউই আর ভ্যান ম্যাকেরেন ১ টি উইকেট নিয়েছেন।
৪১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৫০ রান করেছেন। তিজা নিদামানু ৩৯ বলে ৫৪ আর সাইব্রান্ট এঞ্জেলব্রান্ট ৮০ বলে ৪৫ রান করেছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় শক্ত প্রতিদ্বন্দিতা ছাড়াই হার মানতে হয়েছে নেদারল্যান্ডকে।
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৬ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ টি আর জাসপ্রিত বুমরাহ ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন। এছাড়াও দুই স্পিনার কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজাও ২ টি করে উইকেট নিয়েছেন। এই ম্যাচে বিরাট কোহলীও ৩ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন।
প্রথম ধাপের সব ম্যাচ শেষে ভারত পয়েন্ট টেবিলে ১ নম্বরে থেকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে। অপরদিকে, বিশ্বকাপ বাছাই পর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নেয়া শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড যথাক্রমে ৯ আর ১০ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে। যা দুই দলকে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে দিয়েছে। অপরদিকে, বাংলাদেশ পয়েন্ট টেবিলে ৮ নম্বরে থেকে চ্যাম্পিয়ন ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছে।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks!