নেদারল্যান্ডের বিপক্ষে কাঙ্খিত জয় নিউজিল্যান্ডের

nz-cricket-115

শক্তিশালী ইংল্যান্ড দলকে ৯ উইকেটে পরাজিত করার পর, আজ নেদারল্যান্ডের বিপক্ষে ৯৯ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে দলীয় ব্যাটিং পারফর্মেন্সে ৩২২ রান করে নিউজিল্যান্ড। টপ অর্ডার এবং মিডল অর্ডারে থাকা প্রথম পাঁচ জনই মাঝারি ইনিংস খেলেছেন।

টপ অর্ডারে থাকা ডেভিড কনওয়ে ৩২, উইল ইয়ং ৭০ এবং রাচীন রবীন্দ্র ৫১ রান করেন। মিডল অর্ডারে ড্যারিল মিশেল ৪৮ এবং অধিনায়ক টম লাথাম ৫৩ রান করেন। গ্লেন ফিলিপ এবং চাপম্যান ব্যর্থ হলেও শেষের দিকে মিশেল স্যান্টনারের ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ৩২২ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেদারল্যান্ড কলিন আকারম্যানের ৬৯ রানের উপর ভর করে ২২৩ রানে অলআউট হয়। মিশেল স্যান্টনারের স্পিন বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে তাকে ৫ টি উইকেট দিয়ে। স্যান্টনার ১০ ওভার বোলিং করে ৫৯ রান দেয়ার পাশাপাশি নিয়েছেন ৫ টি উইকেট।

বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে আসা নেদারল্যান্ড দলকে এই বিশ্বকাপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ মনে করা হচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে ৮১ রানের বড় ব্যবধানে পাকিস্তানের সাথে হেরেছিল তারা। এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নেদারল্যান্ডের জ্য শিক্ষনীয় হলেও নিজেদের দিনে যেকোন দলকে ভড়কে দিতে সক্ষম নেদারল্যান্ড।

বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য বিশ্বকাপ সেমিফাইনালিস্টের তালিকায় নিউজিল্যান্ডকে রাখেনি বেশির ভাগ ক্রিকেট বোদ্ধারা। তবে প্রথম দুই ম্যাচ পর সম্ভাব্য ফাইনালিস্টদের তালিকায় নিউজিল্যান্ডের নাম আনছেন অনেকেই। ব্যাটিং বলিংয়ে এক ভারসম্যপূর্ন দল নিউজিল্যান্ড।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনজুরিও নিউজিল্যান্ডকে বিশ্বকাপে উড়ন্ত সূচনা এনে দিতে বাধা হয়নি। আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের দলে অন্তর্ভুক্তি নিউজিল্যান্ড দলকে আরো শক্তিশালী করবে।

আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ধর্মশালায় সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। ধর্মশালার আউট ফিল্ড নিয়ে নানা সমোলোচনা হলেও তা ম্যাচ আয়োজনে বাধা হবে না। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে আউটফিল্ডে প্রচুর বালু লক্ষ্য করা গেছে। যা বিশ্বকাপের মত গুরুত্বপূর্ন আসরে যেকোন খেলোয়াড়কে ইনজুরিত ফেলতে পারে।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড-৩২২/৭ (৫০)

উইল ইয়ং-৭০ (৮০), ভ্যান ডার মারউই-৯-৫৬-২
নেদারল্যান্ড-২২৩/১০

কলিন আকারম্যান-৬৯ (৭৩), মিশেল স্যান্টনার-১০-৫৯-৫

3 thoughts on “নেদারল্যান্ডের বিপক্ষে কাঙ্খিত জয় নিউজিল্যান্ডের

মন্তব্য করুন