পাকিস্তানকে হারিয়ে বিষ্ময় উপহার দিল ইউএসএ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে  ইউএসএর কাছে সুপার ওভারে  ৫রানে হেরে গেছে পাকিস্তান।বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে বিশ্বকাপে বড় কিছুর প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ইউএসএ। তারই প্রতিফলন দেখাল দলটি। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাবলীল ক্রিকেট খেলেছিল ইউএসও।                                                                                      

pak-cricket-175

আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। দলীয় ২৬ রানের মাথায় ৩ ‍উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। মোহাম্মদ রেজওয়ান ওপেন করতে নেমে ৮ বলে ৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। উসমান খান ৩ আর ফখর জামান ১১ রান করেেই ফিরে যান। অধিনায়ক বাবর আজম সাদাব খানকে নিয়ে বিপর্যয় সামলালেও নিজে স্ট্রাইক রেট বাড়াতে পারেননি। বাবর আজম ৪৩ বল খেলে ৪৪ রান করে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে সাহায্য করেন। 

তবে, সাদাব খান ২৫বলে ৪০ রান করে দলকে অনেকটা টেনে নিয়ে যান। পাকিস্তানের আলোচিত ব্যাটার আজম খান হতাশ করেছেন পাকিস্তানের ভক্ত সমর্থকদের। ছয় নম্বর পজিশনে নেমে গোল্ডেন ডাক মেরে দলকে বিদায় হয়েছেন। ইফতেখার আহমেদের ১৪ বলে ১৮ আর শাহীন শাহ আফ্রিদীর ১৬ বলে ২৩ রানে ১৫৯ রানের মাঝারী পুঁজি পায় পাকিস্তান।

ইউএসএর হয়ে নশতুশ কেঞ্জি ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেছেন। তাছাড়া নেত্রভালকার ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ টি  উইকেট নেন। এই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা ভাল প্রেজেন্টেশন উপহার  দেয় ইউএসএ। আত্নবিশ্বাসের তুঙ্গে থাকা আমেরিকানরা বডি ল্যাঙ্গয়েজেই জয়ের ক্ষুধা দেখাচ্ছিল। 

এদিকে ১৬০ রানের সংগ্রহ তাঁড়া করতে থাকা ইএসএ ভাল শুরু উপহার দেয়। স্টিফেন টেইলর ১৬ বলে ১২ রান করে আউট হলেও অধিনায়ক মোনাক প্যাটেল ৩৮ বলে ৫০ রান করে দলকে জয়ের দাঁড়প্রান্তে নিয়ে গিয়েছিলেন। অ্যান্দ্রি গোস ২৬ বলে ৩৫ আর আলোচিত ব্যাটার অ্যারন জোন্স ২৬ বলে ৩৬ রান করে স্কোর লেভেল করতে সাহায্য করলেও জয় পেতে দেরী হয়েছে। 

সুপার ওভারে ম্যাচ গড়ানো ম্যাচে আগে ব্যাট করে মোহাম্মদ আমিরের অনিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ রান তুলে ফেলে ইউএসএ। সেই রান তাড়া করতে নেমে ১৩ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ৫ রানের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানিদের। গ্রুপ পর্বের এখনো ৩ টি ম্যাচ বাকি থাকলেও ইউএসএর সাথে হেরে পরবর্তী পর্ব অনিশ্চিত হুমকিতে পড়ল পাকিস্তানের। অন্যদিকে, ২ ম্যাচের ২ টিতেই জিতে পয়েন্ট টেবিলের ১ নম্বর অবস্থানে এখন ইউএসএ। 

One thought on “পাকিস্তানকে হারিয়ে বিষ্ময় উপহার দিল ইউএসএ

মন্তব্য করুন