অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে বহুল প্রতিক্ষার জয় তুলে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২ উইকেটে হেরে গেলেও ওভালে ৯ উইকেটের বড় জয়ের দেখা পেয়েছে পাকিস্তান দল। আগে ব্যাট করে ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানেই গুঁটিয়ে যায় অজিদের ইনিংস। মাত্র ২৬ ওভার ৩ বলে ৯ উইকেট হাতে রেখে ১৬৩ রানের লক্ষ্য অতিক্রম করে সহজ জয় তুলে নেয় পাকিস্তান দল।

টপ অর্ডারদের ব্যর্থতা ডুবিয়েছে অজিদের
অজিরা নিজেদের ব্যাটিং ইনিংসে মোটেও সুবিধা করতে পারেনি। ওপেনার ম্যাথু শর্ট ১৫ বলে ১৯ আর আলোচিত ব্যাটার জ্যাক ফ্রাইজার ১০ বলে ১৩ রান করে ফেরত যান। আর দুজনকেই ফিরিয়েছেন শাহীন শাহ আফ্রিদী। তিন নম্বরে নেমে স্টিফেন স্মিথ লম্বা ইনিংসের প্রত্যয় নিয়ে খেললেও শেষ পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ৩৫ রান করে আউট হয়ে যান। সাথে উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
মিডল অর্ডারেও রান পায়নি লাবুশানেরা
পরে মারনাস লাবুশানে মাত্র ৬ রান করে আউট হলে ১০১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। অ্যারন হার্ডি ১৪ আর গ্লেন ম্যাক্সওয়েল ১৬ রান করলেও ইনিংস বড় হয়নি অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের ১৩ আর এডাম জাম্পার ১৮ রানে শেষ পর্যন্ত ১৬৩ রানেই থামতে হয় অস্ট্রেলিয়া দলকে।
রউফ আফ্রিদী মিলে ধস নামিয়েছে পাকিস্তান
পাকিস্তানের হ্যারিস রউফ ৮ ওভার বোলিং করে মাত্র ২৯ রান দিয়ে ৫ টি উইকেট দখল করেন। অফ ফর্মে থাকা শাহীন শাহ আফ্রিদী এই ম্যাচে ৮ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৩ টি উইকেট দখল করেন। যার মধ্যে দুই ওপেনার ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রাইজারের উইকেট দুটি গুরুত্বপূর্ন ছিল। তাছাড়া নাসিম শাহ আর হাসনাইন ১ টি করে উইকেট দখল করেন।
ব্যাটিংয়ে দুর্দান্ত ছিল পাকিস্তান
মাত্র ১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৩৭ রানের তোলেন দুই ওপেনার সায়েম আইয়ুব এবং আব্দুল্লা্হ শফিক। সায়েম আইয়ুব ৭১ বলে ৮২ রান করে আউট হলেও ৬৯ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। জয়ের মূহুর্তে ২০ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন অফ ফর্ম ব্যাটার বাবর আজম। ফলে শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উইকেটটি দখল করেন এডাম জাম্পা।
অজিদের জন্য হতাশার ম্যাচ
বেশ কিছু দিন ধরেই পাকিস্তানের সময়টা ভাল যাচ্ছে না। সিরিজের পর সিরিজ হার পাকিস্তান দলকে কোন ঠাঁসা করে রেখেছে। বাবর আজম থেকে শুরু করে শাহীন শাহ আফ্রিদী সবার ফর্ম নিয়ে দু:শ্চিন্তায় রয়েছে পাকিস্তান। ধুঁকতে থাকা বাংলাদেশের কাছেও টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তান দলের এই বিপদের মূহুর্ত এমন একটি জয় পাকিস্তানকে নতুন করে উজ্জীবিত করবে আশা পাকিস্তান ক্রিকেট ভক্তদের। আগামী ১০ তারিখ সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নামবে দুদল। ১-১ এ সমতা থাকায় তীব্র প্রতিদ্বন্দিতা আশা করচে সবাই।