নিউজিল্যান্ডেকে হারিয়ে সেমিফাইনাল স্বপ্ন টিকে রাখল পাকিস্তান দল

pakistan-cricket-71

ডার্ক লুইস মেথডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান দল।৪০১ রানের জয়ের লক্ষ্যে ২৫ ওভার ৩ বলে ১ উইকেটে ২০০ রান করে পাকিস্তান। বৃষ্টির কারনে আর খেলা না হওয়ায় ডার্ক লুইস মেথডে পাকিস্তানকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড-৪০১/৬ (৫০), রাচিন রবীন্দ্র-১০৮ (৯৪), কেন উইলিয়ামসন-৯৫ (৭৯),
ওয়াসিম জুনিয়র-১০-৬০-৩
পাকিস্তান-২০০/১ (২৫.৩), ফখর জামান-১২৬ (৮১), বাবর আজম-৬৬ (৬৩),
টিম সাউদী-৫-২৭-১

আগে ব্যাট কর পাকিস্তানের সামনে ৪০২ রানের বড় লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড। দলের হয়ে রাচিন রবীন্দ্র এবারের বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরী তুলে নেন। রবীন্দ্র ৯৪ বলে ১০৮ রান করে ওয়াসিম জুনিয়রের বলে ফিরে যান। ইনজুরি কাঁটিয়ে দলে ফেরা কেন উইলিয়ামসন ৭৯ বলে ৯৫ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন। শেষের দিকে গ্লেন ফিলিপসের ২৫ বলে ৪১ আর স্যান্টনারের ১৭ বলে ২৬ রানে ৪০১ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১০ ওভার বল করে ৬০ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন। হাসান আলী, ইফতেখার আহমেদ আর হ্যারিস রউফ নিয়েছেন ১ টি করে উইকেট।

৪০২ রানের পাহাড়সম লক্ষ্য তাঁড়া করতে নেমে ৪ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। এরপর ফখর জামান আর বাবর আজম মিলে নিউজিল্যান্ডের বোলারদের উপর তান্ডব চালান। ফখর জামান ৮১ বলে অপরাজিত ১২৬ রান করেন। ফখরের ১২৬ রানের ইনিংসে ছিল ১১ টি ছয় আর ৮ টি চার।

ফখর জামানের বিধ্বস্তী ইনিংসে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক বাবর আজম। বাবর আজমের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৩ বলে ৬৬ রানের ইনিংস। ২৫ ওভার ৩ বলে ২০০ রান করার পর বৃষ্টির কারনে আর খেলা না হওয়ায় ডার্ক লুইস মেথডে পাকিস্তান ২১ রানে জিতে যায়। পাকিস্তানের একমাত্র উইকেটটি আসে টিম সাউদীর মাধ্যমে।

সেমিফাইনালে টিকে থাকতে পাকিস্তানের সামনে এই ম্যাচটি মাস্ট উইন গেম ছিল। ৮ ম্যাচ শেষে ৪ জয় আর ৪ হারে পাকিস্তান এখন পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। সমান সংখ্যক ম্যাচ আর জয় পরাজয় সত্বেও রানরেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকায় ৪ নম্বর অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের এই হার আর পাকিস্তানের জয়ে সেমিফাইনালের পথটা অনেকের জন্য ওপেন হল। ভারত ইতিমধ্যে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। আর বাকি দলগুলোর মধ্যে সেমিফাইনাল পথ এখনো ঝুলছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান আর আফগানিস্তানের।

2 thoughts on “নিউজিল্যান্ডেকে হারিয়ে সেমিফাইনাল স্বপ্ন টিকে রাখল পাকিস্তান দল

মন্তব্য করুন