
সর্বশেষ তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছিল শ্রীলঙ্কা। তবে আজকে আর ভুল করেনি তারা নেদারল্যান্ডের বিপক্ষে কাঙ্খিত ৫ উইকেটের জয় পেল শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৪৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২৬২ রান করে ডাচরা। সেই লক্ষ্য ৪৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে পেরিয়ে যায় লঙ্কানরা।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নেদারল্যান্ডের। ৯১ রানের মধ্যে ৬ উইকেট হারানো নেদারল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছিলেন এঞ্জেলব্রেস এবং ভ্যান বিক। এঞ্জেলব্রেস ৮২ বলে ৭০ এবং ভ্যান বিক ৭৫ বলে ৫৯ রান কর আউট হন। এই দুজনের কার্যকরী ইনিংসেই শেষ পর্যন্ত লড়াই করার মত পুঁজি পায় নেদারল্যান্ড।
শ্রীলঙ্কার হয়ে দিশান মাধুশাঙ্কা ৯ ওভার ৪ বলে ৪৯ রান দিয়ে ৪ টি এবং রাজিথা ৯ ওভারে ৫০ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। মাধুশাঙ্কা এবং রাজিথার সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ডাচরা। দুজনের বোলিংয়ের সামনে অসহায় লাগছিল নেদারল্যান্ডকে।
জবাবে ওপেনার পাথুম নিশাঙ্কার ৫২ বলে ৫৪ এবং সাদিরার ১০৭ বলে ৯১ রানের সুবাদে জয় পেল শ্রীলঙ্কা। সাদিরা কিছুটা আনলাকি তার সামনে শতকের সুযোগ থাকলেও ৯১ রান করতেই জয়ের লক্ষ্যে পৌঁছে লঙ্কানরা। শ্রীলঙ্কান ইনিংসের মাঝে চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৪৪ এবং ধনঞ্জয়া ডি সিলভা ৩৭ বলে ৩০ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেন।
ডাচদের হয়ে আরিয়ান দত্ত ১০ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন। আজকের ম্যাচের পর সব দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলে ফেলেছেন। ৪ টি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে নিউজিল্যান্ড। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যথাক্রমে ২য়, ৩য় এবং ৪র্থ অবস্থানে আছে।
আজকের জয়ের ফলে লঙ্কানরা ৪ ম্যাচ শেষে এক জয়ে ৮ নম্বরে আর নেদারল্যান্ডও এক জয়ে ৭ নম্বরে আছে। পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে ১ জয় দিয়ে বাংলাদেশ দল আছে ৬ নম্বরে আর পাকিস্তান ৫ নম্বরে। এক জয় দিয়ে ৯ নম্বরে অবস্থান গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের আর আফগানরা পয়েন্ট তালিকার সবার শেষে ১০ নম্বরে আছে। এই বিশ্বকাপে দশ দলের সবাই কমপক্ষে একটি করে জয় পাওয়ায় টুর্নামেন্টে এখনো অনেক হিসেব নিকাশ বাকি আছে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?