বিরাট কোহলী এক ক্রিকেট ইতিহাস

আন্তর্জাতিক ক্রিকেটে ডন ব্রাডম্যান, সচীন টেন্ডূলকার, ওয়াসিম আকরামদের মত ক্রিকেট গ্রেটরা এসেছে। বর্তমান সময়ে খেলছেন অনেকে। কিন্তু আগামী ১০০ বছর পরেও বর্তমান সময়ে থাকা ক্রিকেটারদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হবে সেই নামটি বিরাট কোহলীর। ক্রিকেট নৈপূন্য দিয়ে বিরাট কোহলী নিজেদে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমান সময়ে থাকা ক্রিকেটারদের কেউই ধারে কাছে নেই বিরাট কোহলীর।

অভিষেকের পর থেকেই উজ্জ্বল বিরাটের ক্যারিয়ার

সেই ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে অভিষেক হয়েছিল বিরাটের। এরপর কেটে গেছে ১৬ বছর কিন্তু খুব একটা অফ ফর্ম দেখতে হয়নি কোহলীকে। কোহলীর অফ ফর্ম বলতে শুধু ছিল কিছু সময় সেঞ্চুরির দেখা না পাওয়া। মাঠে সিংহের মত গর্জে উঠা বিরাট বিপক্ষ দলগুলোর জন্য এক আতঙ্কের নাম। যেকোন সিরিজ হয়েছে কিন্তু বিপক্ষ দলগুলো বিরাট কোহলীকে নিয়ে চিন্তা করেনি এমনটা হয়নি কখনো।

পড়ন্ত সময়ে রয়েছেন কোহলী

বিরাট কোহলী ৩৬ বছর বয়সে পা দিতে চলেছে আগামী নভেম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে উঠলে সেখান থেকেই অবসরের ঘোষণা দিতে পারেন কোহলী। তাছাড়া আগামী ওয়ানডে চ্যাম্পিয়নশীপ দিয়ে ওডিআই ফরম্যাটে অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। 

রান যেন বিরাট কোহলীর কাছে ডালভাত

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ৩৪ হাজার রান সংগ্রহ করেছেন কোহলী। যা যেকোন ক্রিকেটারের জন্য স্বপ্ন। তাছাড়াও তিন ফরম্যাট মিলিয়ে ৮০ টি সেঞ্চুরি রয়েছে বিরাটের। বিরাট কোহলী  যে পরিমান ব্যক্তিগত রান আর সেঞ্চুরি করেছেন বর্তমান সময়ে খেলা অনেক দলেরও সেই পরিমান রান আর সেঞ্চুরি নেই। ক্রিকেটে অনেকে আসবে যাবে কিন্তু বিরাট কোহলীরা আসবে কয়েক যুগ মিলেয়ে একজন।

7 thoughts on “বিরাট কোহলী এক ক্রিকেট ইতিহাস

মন্তব্য করুন