শ্রীলঙ্কার বিপক্ষে হারের অপেক্ষায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।ওয়ানডে ক্রিকেটে আবার বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জিতেছিল। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এখন বাংলাদেশ হারের খুব দাঁড়প্রান্তে দাঁড়িয়ে আছে। ৪র্থ ইনিংসে বাংলাদেশ ৪৭ রানে ৫ উইকেট হারিয়েছে। এখনো ২ দিন বাকি থাকলেও, জয়ের জন্য বাংলাদেশকে আরো ৪৬৪ রান করতে হবে। পাশাপাশি শ্রীলঙ্কা আর মাত্র ৫ টি উইকেট তুলে নিতে পারলেই এই টেস্ট জিতে যাবে। 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
ছবি:: অনলাইন

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা হলেও, এই ম্যাচ বাংলাদেশের জয় ভাবার মত হয়তো অনিশ্চয়তা এখনও হয়তো হয়নি। তাই বলা যায়, বাংলাদেশের হার এখন সময়ের অপেক্ষা। ৪র্থ ইনিংসে যে ৫ জন আউট হয়েছে, কালকে তারা শুধু মাত্র পরাজয়ের পর হাত মেলানোর জন্য মাঠে থাকবে। আর বাকিরা পরাজয়ের ব্যবধান কমাতে। অধারাবাহিক বাংলাদেশী ক্রিকেটারদের জন্য এরকম হার প্রাপ্যই ছিল। 

টেস্টের শুরুতে লঙ্কানরা ১ম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছিল। প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৭ রানে ৫ উইকেট ফেলানোর পরও চাপ ধরে রাখা যায়নি। ধনঞ্জয়া ডি সিলভার ১০২ আর কামিন্দু মেন্ডিসের সমান ১০২ রানে ২৮০ রানের পুঁজি পায় লঙ্কানরা। খালেদ আহমেদ আর নাহিদ রানা ৩ টি করে উইকেট নিয়েছিলেন। 

অপরদিকে, বাংলাদেশ দল নিজেদের ১ম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ১৮৮ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত রান এসেছিল স্পিনার তাইজুল ইসলামের ব্যাটে। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নাদ্দো ৪  টি রাজিথা ৩ টি আর লাহিরু কুমারা ৩ টি উইকেট দখল করে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন। নিজেদের কন্ডিশনে বেসিক ব্যাটিংয়ের ঘাটতি ভাল ভাবেই বোঝা গেছে বা্ংলাদেশের ব্যাটিং ইনিংসে। 

এদিকে, শ্রীলঙ্কার ২য় ইনিংসেও ১২৬ রানে ৬ উইকেট  ফেলানো গিয়েছিল। ১ম ইনিংসের ন্যায় ২য় ইনিংসেও সেই চাপ ধরে রাখা যায়নি। ৬ নম্বরে নেমে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ১০৮ আর কামিন্দু মেন্ডিস করেছেন ১৬৪ রান। ঘাস যুক্ত কন্ডিশনেও নির্বিশ বোলিং ৮ নম্বর ব্যাটারের সামনেও অসহায় ছিল। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৪ টি উইকেট দখল করে শুধুই ব্যক্তিগত অর্জন বাড়িয়েছেন। 

বাংলাদেশের সামনে ৫১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে দিয়ে নির্ভার ছিল শ্রীলঙ্কা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিদ্বন্দিতাতো দুরের কথা ৪৭ রানেই ৫ উইকেট হারিয়ে এখন পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। আউট হওয়া ৫ ব্যাটারের ৩ জনই আউট হয়েছেন কোন রান না করেই। মমিনুল হক ৭ আর তাইজুল ইসলাম ৬ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আগামীকাল টেস্টের ৪র্থ দিনে আবহাওয়া বৈরিতা না করলে, কালকেই জয় নিশ্চিত করতে চলেছে শ্রীলঙ্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *