শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনেই পিছিয়ে পড়ল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট হেরে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানও দলের সাথে যুক্ত হয়েছিলেন দলের প্রয়োজনে। তবে, প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে বাংলাদেশের হতাশা বাড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

ban-vs-sl-2nd-test
ছবি: সংগৃহীত

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকে যোক্তিক প্রমান করে দুই ওপেনার ভাল শুরু এনে দেন। দলীয় ৯৬ রানের মাথায় প্রথম আঘাত হানতে সক্ষম হয় বাংলাদেশ, তা আবার রান আউটের কল্যানে। ব্যক্তিগত ৫৭ রানের মাথায় নিশান মাধুশকা সেই রান আউটের শিকার হন। আরেক ওপেনার দিমুখ করুনারত্নে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হওয়ার আগে ৮৬ রানের ইনিংস খেলে ফেলেছিলেন।

তাছাড়াও, তিনে নামা উইকেট কিপার ব্যাটার কুশাল মেন্ডিসও ৯৩ রান করে সাকিব আল হাসানের বলে আউট হয়ে সেঞ্চুরির সুযোগ মিস করেছেন। শ্রীলঙ্কার হয়ে একমাত্র এঞ্জেলা ম্যাথুস বড় রান করতে ব্যর্থ হলেও ২৩ টি রান করেছেন। দিন শেষে দিনেশ চান্ডিমাল ৩৪ রানে আর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ১৫ রান করে অপরাজিত আছেন।

এদিকে, বাংলাদেশী বোলারদে মধ্যে হাসান মাহমুদ ৬৪ রান দিয়ে ২ টি আর সাকিব আল হাসান ৬০ রান দিয়ে ১ টি উইকেট দখল করেছেন। খালিদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম উইকেট শূন্যে থেকে দিন শেষ করেছেন। নির্বিষ আর বুদ্ধিহীন বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের টেস্ট নিতেই ব্যর্থ হয় দেশী বোলাররা। 

অন্যদিকে, শ্রীলঙ্কা আজকে যে সলিড ফাউন্ডেশন দাঁ করিয়ে গেছে তা ধরে রাখতে পারলে বাংলাদেশের সামনে বিশাল রানের প্রশ্ন আসছে। গত ম্যাচেও শ্রীলঙ্কা যে কন্ডিশনে বড় পার্টনারশীপ গড়েছিল বাংলাদেশ সেখানে স্ট্রাগল করে উইকেট বিলিয়ে এসেছে। সিরিজ সমতার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ এখন হয়তো ড্র নিয়েও ভাবতে ভারে। প্রথম দিনের খেলা শেষে যা অবস্থা এতে হয়তো ম্যাচটি শেষ দিকে ড্রয়ের পথেই এগোলে বাংলাদেশ খুশি হবে। 

তবে, ড্র করতে গেলেও তো ভাল ব্যাট করার বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম টেস্টের পর অবশ্য বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার মত সমর্থক অনেকটা কমে গেছে। অধরাবহিক ব্যাটিং অর্ডারে পরিপূর্ন বাংলাদেশের কাছে বিকল্প অপশনও নেই। ফলে, ভরসা রাখতে বাধ্য হতে হচ্ছে অধরাবহিকদের দিয়েই। মাঠ আর মাঠের বাহিরের সব দিক সামলানো সাকিব আল হাসানকে নিয়েও খুব বেশি স্বপ্ন দেখা যাচ্ছে না। সাকিব আল হাসানের ভঙ্গি দেখে মনে হচ্ছে, ক্রিকেটটা আর আগের মত ইনজয় করছেন না তিনি। হয়তো নিকট ভবিষ্যতের কথাই চিন্তা করে।

11 thoughts on “শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনেই পিছিয়ে পড়ল বাংলাদেশ

  1. Ümraniye klima hattı bağlayan elektrikçiler Ümraniye’de elektrik tamiratı hizmeti, evlerin ve iş yerlerinin elektrik sistemlerinde oluşabilecek herhangi bir arızayı düzeltmek için hayati öneme sahiptir. Elektrik tamircileri, uzman bilgi ve deneyimleriyle elektrik ağını kontrol eder, arızaları tespit eder ve güvenli bir şekilde onarım yaparlar. Ümraniye’deki bu hizmet, kesintisiz elektrik sağlamak ve güvenliği sağlamak için kritik bir rol oynar. https://etkinigoster.com/blogs/176605/Ümreniye-elektrik-Arıza

  2. Ümraniye usta elektrikçi Ümraniye’deki elektrik tamircileri, bölgenin enerji ihtiyacını karşılamak için uzmanlıkla donanmıştır. Müşterilerin taleplerini karşılamak için hızlı ve etkili çözümler sunarlar. Elektrik tamircileri, geniş bir yelpazedeki elektrik sorunlarını çözebilecek yeteneklere sahiptir ve müşteri memnuniyetini en üst düzeye çıkarmak için çalışırlar. https://etkinigoster.com/blogs/176605/Ümreniye-elektrik-Arıza

  3. Şişli sigorta değişimi Şişli’de LED aydınlatma, modern yaşamın önemli bir parçası haline gelmiştir. Profesyonel elektrikçiler, LED aydınlatma sistemlerini doğru bir şekilde kurarak müşterilere enerji tasarruflu ve uzun ömürlü bir aydınlatma çözümü sunarlar. Bu sayede, mekanlar daha modern ve ferah bir görünüme kavuşurken enerji maliyetleri de düşer. https://www.happyvisiont.com/?p=20143

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *