ম্যাচ সেরা কোহলীর ব্যাঙ্গালুরুর জয়

বিরাট কোহলীর ব্যাটিং নৈপূন্যে পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে বিরাট কোহলীর ব্যাঙ্গালুরু। আগের ম্যাচে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হয়েছিল ব্যাঙ্গালুরু। শেষের দিকে দিনেশ কার্তিকের অনবদ্য ১০ বলে ২৮ রানের ইনিংসে হাত ছাড়া হতে চলা ম্যাচ নিজেদের করে নেয় কোহলীরা। তারকায় ভরা দলটি আইপিএল ইতিহাসে কোন শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে, এবার তারা খুব করে চাইছে শিরোপা ছুঁয়ে দিতে।

বিরাট কোহলী
ছবি: সংগৃহীত

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ান ৪৫ রান করলেও ৩৭ টি বল মোকাবেলা করেছেন। শিখর ধাওয়ানের সাথে ওপেন করতে নামা জনি বেয়ারস্টো ৬ বলে ৮ রান করেই সিরাজের বলে বোল্ড আউট হয়ে ফিরেছেন। তিনে নামা  প্রকশিমরান ১৭ বলের মোকাবেলায় ২৫ রান করে ম্যাক্সওয়েলের বলে ফিরে গেছেন। 

তাছাড়াও, ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন ১৩ বলে ১৭ আর স্যাম ক্যারন ১৭ বলে ২৩ রান করে আউট হয়েছেন। পাঞ্জাব ব্যাটারদের প্রায় সবাই রান পেলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। তাছাড়া, বিধ্বস্তী ব্যাটিংয়ের খুব বেশি নমুনাওে দেখা যায়নি পাঞ্জাবের ব্যাটিং ইনিংসে। ফলে, শেষের দিকে জিতেশ শর্মার ২০ বলে ২৭ আর শশাঙ্কা সিং এর ৮ বলে ২১ রানের ছোট ক্যামিওতে ১৭৬ রান পর্যন্ত পৌছায় ধাওয়ানরা। 

ব্যাঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ ৪ ওভারের স্পেলে ২৬ রান দিয়ে ২টি আর ম্যাক্সওয়েল ৩ ওভারে ২৯ রান করে ২ টি উইকেট নিয়েছেন। তাছাড়া জশ দয়াল আর আলজারি জোসেফ ১ টি করে উইকেট দখল করেছেন। ক্যামেরুন গ্রিন ২ ওভারে ১৯ আর মায়াঙ্কা দাগার ৩ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্যে ছিলেন।

অন্যদিকে, ১৭৭ রানের জয়ের লক্ষ্যে নিয়ে খেলতে নেমে অধিনায়ক বিরাট কোহলী ৪৯ বলে ৭৭ রান করে জয়ের ভিত্তি গড়ে দেন। ওপেনার সঙ্গী অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ৭ বলে ৩ রান করে স্বদেশী রাবাদার বলে আউট হয়ে যান।৩ নম্বরে নামা অস্ট্রেলিয়ান ব্যাটার ক্যামেরুন গ্রিনও মাত্র ৩ রান করে রাবাদার বলেই ফিরে যান।

এদিকে, ইনিংসের মাঝপথে রজত পাটিকর ১৮ বলে ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ৩ আর অনুজ রাওয়াত ১৪ বলে ১১ রান করে আউট হলে অনকটা পিছনে চলে যায় ব্যাঙ্গালুরু। তবে, দিনেশ কার্তিকের ১০ বলে ১৮ আর মাহিপাল লামরোর ৮ বলে ১৭ রানের ছোট ক্যামিওতে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটে ১৭৮ রান করে ৪ উইকেটের জয় তুলে ন্যায় ব্যাঙ্গালুরু। বিরাট কোহলী ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন।  

কাগিসো রাবাদা ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ২ টি আর হারপ্রিত ব্রার ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ টি উইকেট দখল করলেও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি। তাছাড়া জশ দয়াল আর হার্শাল প্যাটেল ১ টি করে উইকেট দখল করেন। অপরদিকে, আজকে মুস্তাফিজের চেন্নােই সুপার কিংস রাত সাড়ে আটটায় মোকাবেলা করবে গুজরাট কিংসের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *