চেন্নাইয়ের জয়ে ম্যাচ সেরা মোস্তাফিজ

চেন্নাই-ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আইপিএলের আসর। ব্যাঙ্গালুরুকে ৬ উইকেট হারিয়ে শুভ শুচনা করেছে চেন্নাই সুপার কিংস। বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি মোস্তাফিজের মাঠে নামার সুযোগ হয়েছে। আর সুযোগ পেয়েই ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। পাশাপাশি এটিই মোস্তাফিজের আইপিএলের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ছিল।

মোস্তাফিজ
ছবি: মোস্তাফিজের ফেসবুক পেজ থেকে নেয়া

সংক্ষিপ্ত স্কোরকার্ড: ব্যাঙ্গালুরু-১৭৩/৬ (২০), অনুজ রাওয়াত-৪৮ (২৫), মোস্তাফিজ-৪-২৯-৪,
চেন্নাই সুপার কিংস-১৭৬/৪ (১৮.৪), রাচিন রবীন্দ্র-৩৭ (২৫), ক্যামেরুন গ্রিন-৩-২৭-২

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট কোহলী আর ফাফ ডু-প্লেসিস মিলে সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। অধিনায়কের দায়িত্ব পালন করা ডু-প্লেসিস ভয়ংকর রুপ ধারণ করেছিলেন। মাত্র ২৩ বলে ৩৫ রান করে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে, এতে বাঁধ সাধে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের বলে শর্ট খেলতে গিয়ে রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। একই ওভারে রজত পাটিকরকে উইকেটের পিছনে ধোনীর হাতে ক্যাচ দিতে বাধ্য করান ফিজ। ফলে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান রথ অনেকটা থেমে যায়। 

পরবর্তীতে, ম্যাক্সওয়েলে উইকেটে এসে দীপক চাহারের বলে প্রথম বলেই ধোনীর হাতে ক্যাচ দিয়ে ফিরলে ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বেঙ্গালুরু। পরে মোস্তাফিজ তার দ্বিতীয় ওভারে বিরাট কোহলী আর ক্যামেরুন গ্রিনকে ফিরিয়ে দিলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে রয়েলরা। তবে, শেষের দিকে অনুজ রাওয়াতের ২৫ বলে ৪৮ আর দিনেশ কার্তিকের ২৬ বলে ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের ভাল সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালুরু। 

অন্যদিকে, ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু এনে দেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে চেনানো রাচিন রবীন্দ্র। মাত্র ১৫ বলে ৩৭ রান করে দলকে ভাল অবস্থায় রেখে আউট হন তিনি। তাঁর আগে অবশ্য চেন্নাইয়ের অধিনায়কত্ব পাওয়া ঋতুরাজ গাইকাট ১৫ বলে ১৫ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা অজিঙ্কা রাহানে ১৯ বলে ২৭ রান করে ক্যামেরুন গ্রিনের বলে আউট হয়ে যান। 

তাছাড়াও, ক্যামেরুন গ্রিনের আরেক শিকার ড্যারেল মিশেল ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। শেষের দিকে শিবাম ডুবে ২৮ বলে ৩৪ আর রবীন্দ্র জাদেজা ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকলে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চেন্নাই ‍সুপার কিংস। ব্যাঙ্গালুরুর হয়ে ক্যামেরুন গ্রিন ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ টি উইকেট নেন।

তবে, সব কিছু ছাপিয়ে বাংলাদেশীদের জন্য আগ্রহের কেন্দ্রে ছিল মোস্তাফিজুর রহমান। একাদশে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও, শেষ পর্যন্ত একাদশে জায়গা নিয়ে ম্যাচ সেরারা পুরস্কার অর্জন করেছেন ফিজ। শ্রীলঙ্কান পেসার পাথিরানার বিকল্প হিসেবে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করে চেন্নাই। পাথিরানা দলের সাথে প্রথম ম্যাচে যুক্ত না হওয়ায় মোস্তাফিজের খেলা নিয়ে সংশয় শেষ হয়। প্রথম ম্যাচের ম্যাচ সেরা মোস্তাফিজ এখন হয়তো অটোচয়েজ হয়ে যেতে পারেন চেন্নাই সুপার কিংসের জ্ন্য। 

2 thoughts on “চেন্নাইয়ের জয়ে ম্যাচ সেরা মোস্তাফিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *