আইপিএল মানেই যেন অবিশ্বাস্য সম্ভাবনাময় কোন কিছু। ম্যাচের পরিস্থিত বিষেয়ে ক্রিকেট বিশিষ্টরাও আন্দাজ করতে পারেনা কি হতে চলেছে। আর সেরকমই একটি ঘটনা ঘটল সানরাইজার্স হায়দারাবাদ আর মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে। ২০ ওভারে ৩ উইকেট ২৭৭ রানের টি-টোয়েন্টি রেকর্ড ইনিংস উপহার দেয় হায়দারাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সও ছেড়ে কথা বলেনি, তারাও বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান পর্যন্ত করতে সমর্থ হয়। তবে, শেষ পর্যন্ত লড়াই করে ৩১ রানের পরাজয় মেনে নিতে বাধ্য হয় আম্বানী পরিবারের পরিচালনাধীন দলটি।

শুরুতে অবশ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ১৩ বল খেলে ১১ রান করে ফিরলেও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড ২৪ বলে ৬২ রানের এক বিধ্বস্তী ইনিংস খেলেন। ইন্ডিয়ান ব্যাটার অভিষেক ভার্মা তিন নম্বরে নেমে সমান ভাবেই তাল মিলিয়েছেন ট্রাভিস হেডের সাথে। অভিষেক ভার্মা ২৩ বল খেলে ৬৩ রানের ইনিংস দলকে উপহার দেন।
ভার্মা আর হেড ফেরার পর নতুন করে তান্ডব চালান দুই আফ্রিকান ব্যাটার এইডেন মারকারাম আর হেনরিক ক্লাসেন। মারকারাম ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকলেও, হেনরিক ক্লাসেন অপরাজিত থেকেছেন ৩৪ বলে ৮০ রান করে। ফলে ২৭৭ রানে ইনিংস শেষ করে ম্যাচটাকে প্রায় ধরা ছোঁয়ার বাহিরে নিয়ে যান হায়দারাবাদের ব্যাটাররা।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অভিষিক্ত ১৭ বছর বয়সী আফ্রিকান বোলার কিউওয়ানি মাপাকা ৪ ওভারে ৬৬ রান দিয়ে উইকেট শূন্যে থেকেছেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েৎজে আর পিযুশ চাওলা ১ টি করে উইকেট নিলেও বলার মত কোন বোলিং ফিগার দেখাতে পারেননি। জাসপ্রিত বুমরাহ উইকেট না পেলেও ৪ ওভারে ৩৬ রান দিয়ে তুলনামুলক ভালো বল করেছেন।
অন্যদিকে, ২৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালই জবাব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটাররা। অধিনায়ক রোহিত শর্মা ১২ বলে ২৬ আর ১৩ বলে ৩৪ রান করে আউট হলেও ভাল প্লাটফর্ম দাঁড় করিয়ে দিয়ে যান। তিনে নামা নোমান ধীরও ১৪ বলে ৩০ রানের ইনিংস উপহার দেন। আরেক ভারতীয় ব্যাটার তিলক ভার্মাও ৩৪ বলে ৬৪ রান করেন।
তবে, ম্যাচের সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে ব্যাট করতে পারেননি হার্দিক পান্ডিয়া। ২০ বল খেলে মাত্র ২৪ রান করে ম্যাচ থেকে ছিটকে যান পান্ডিয়ারা। শেষে টিম ডেভিড ২২ বলে ৪২ আর রোমারিও স্টেফার্ড ৬ বলে ১৫ রানে অপরাজিত থেকে শুধু পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছেন। সানরাইজার্সের হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ টি উইকেট দখল করেছেন। তাছাড়া, জয়দেব উনাদকাট ২ টি আর শাহবাজ আহমেদ ১ টি উইকেট দখল করেন।