রাজকোটে জয় দেখছে ভারত

রাজকোটে জয় দেখছে ভারত। ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট জিতে সিরেজ ২-১ ব্যবধানে এ যাওয়ার হাতছানি ভারতের সামনে। তৃতীয় দিন শেষে ভারত এগিয়ে গেছে ৩২২ রানে হাতে আছে ৮ টি উইকেট। ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে আগামীকাল মাঠে নামবে ভারত। ক্রিকেটীয় অনিশ্চয়তার কিছু না ঘটলে ইংল্যান্ডের এই ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব।

sarfaraz khan
ছবি: সরফরাজ খান

সংক্ষিপ্ত স্কোরকার্ড: ভারত-৪৪৫/১০ এবং ১৯৬/২,
ইংল্যান্ড-৩১৯/১০

আগে ব্যাট করে ১ম ইনিংসে ৪৪৫রানের বড় সংগ্রহ গড়েছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৩১ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটে রানের ফোঁয়ারা বইয়ে দলে আসা সরফরাজ খান ৬২ রান করে রান আউট হন। সরফরাজ তাঁর ব্যাটিং দিয়ে মুগ্ধ করেছেন পূরো ভারতবাসীকে। আবেগময় এক ইনিংস উপহার দিয়ে সবাইকে আনন্দে ভাঁসিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজার ১১২ রানের ইনিংস ম্লান হয়েছে সরফরাজের ৬২ রানের ইনিংসের সামনে। 

সরফরাজের রান আউটের কলঙ্কের সাথে নাম জড়িয়েছেন রবীন্দ্র জাদেজা। অভিষেকে সেঞ্চুরীর অপেক্ষায় থাকা সরফরাজ খানের রান আউটে বড় দোষ ছিল জাদেজার। স্ট্রাইকিং প্রান্ত থেকে রানের জন্য কল করে স্ট্রাইকে ফিরেছেন জাদজা। তবে, ফিরতে পারেননি সরফরাজ খান। মার্ক উডের এক দুর্দান্ত থ্রোতে স্টাম্প ভেঙ্গে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন সরফরাজ। 

অপরদিকে, আরেক অভিষিক্ত উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেলের ৪৬ আর রবিচন্দন অশ্বিনের ৩৭ রানে ৪৪৫ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জাসপ্রিত বুমরাহ ২৬ রান করে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। সব মিলিয়ে প্রথম ইনিংসে সম্মিলিত ব্যাটিং পারফরম্যান্স ভারতকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করে। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৪ টি আর রেহান আহমেদ ২টি উইকেট নেন। 

অন্যদিকে, ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩১৯ রানে গুঁটিয়ে গেছে। ওপেনার বেন ডাকেট ১৫৩ রান করে ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু, বাকি ব্যাটারদের ব্যর্থতায় বেশিদুর গড়ায়নি ইংলিশদের ইনিংস। বেন ডাকেট ছাড়া বেন স্টোকস ৪১ আর ওলি পপ ৩৯ রান করে ব্যবধান কমালেও ১২৬ রানে পিঁছিয়ে থেকে ইনিংস শেষ হয় ইংল্যান্ডের। 

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ৪ টি উইকেট নিয়েছেন। তাছাড়া রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব নিয়েছেন ২ টি করে উইকেট। অন্যদিকে, ভারত তাদের ২য় ইনিংসে ২ ‍উইকেট হারিয়ে ১৯৬ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ওপেনার জাসওয়াভি জাসওয়াল ১০৪ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে গেছেন। অধিনায়ক রোহিত শর্মা ১৯ রান করে  ফিরলেও শুভমন গিল ৬৫ রান করে উইকেটে আছেন। অপরদিকে রজত পাটিকর শুন্য রানে ফিরলে নাইট ওয়াচম্যান হিসেবে ৩ রান করে শুভমন গিলের সাথে কাল ব্যাটে আসবেন কুলদীপ যাদব। 

769 thoughts on “রাজকোটে জয় দেখছে ভারত

  1. Ace of Base — шведская поп-группа, образованная в 1990 году. Их музыкальный стиль сочетает в себе элементы поп-музыки, дэнса и электроники. Группа стала популярной благодаря хитам “All That She Wants”, “The Sign”, “Don’t Turn Around” и “Beautiful Life”. Эти композиции не только покорили чарты во многих странах мира, но и остаются классикой жанра до сих пор. Ace of Base оставили неизгладимый след в истории поп-музыки, их мелодии до сих пор радуют слушателей по всему миру. Скачать музыку 2024 года и слушать онлайн бесплатно mp3.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *