জাসওয়াল নৈপূন্যে এগিয়ে ভারত

জাসওয়াভি জাসওয়াল
জাসওয়াভি জাসওয়াল

দরিদ্র ঘর থেকে উঠে আসা জাসওয়াভি জাসওয়াল নিজের ক্রিকেটীয় নৈপূন্য দেখিয়ে চলেছেন। আইপিএল দিয়ে উঠে আসা এই ক্রিকেটার কান্ডারী হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ফলে, শঙ্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টের নাটাই এখন ভারতের হাতে। দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান।  প্রথম টেস্টের মত অকল্পনীয় কিছু না ঘটলে এই টেস্টের কতৃত্ব থাকবে ভারতের কাছে। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: ভারত-৩৩৬/৬ (৯৩), 
জাসওয়াভি জাসওয়াল-১৭৯ (২৫৭), 
রেহান আহমেদ-১৬-৬১-২

বিশাখাপট্টমে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। জাসওয়াভি জাসওয়াল ছাড়া বাকিরা টস জয়ের সিদ্ধান্তকে যোক্তিক করে তুলতে পারিনি। জাসওয়ালের সাথে ওপেন করতে আসা অধিনায়ক রোহিত শর্মা মাত্র ১৪ রান করে শোয়েব বসিরের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। তিনে এসে শুভমন গিল ভাল কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ইনিংস লম্বা করতে পারেননি। মাত্র ৩৪ রান করে ৪২ এ পা দেয়া এন্ডারসনের বলে ফিরেছেন। 

আরেক উদীয়মান ক্রিকেটার শ্রেয়াস আয়ারেরও শুরুটা খারাপ হয়নি। ২৭ রান করেও তিনিও না ফেরার প্যাভিলিয়নে চলে গেছেন। রজত পাটিকর টেস্ট মেজাজ দেখালেও ৩২ রানের বেশি করতে পারেননি। স্পিন অলরাউন্ডার অক্সার প্যাটেলও ২৭ রান করে ফিরেছেন। উইকেট কিপার ব্যাটার শ্রিকট ভারত ১৭ রান করে দিনের শেষ ভাগে ফিরে যান। 

অন্যদিকে, সহযোগিদের যাওয়া আসার মিছিল অপর প্রান্ত থেকে দেখলেও নিজেকে অক্ষত রেখে ১৭৯ রানে দিন শেষ করেছেন। আগামীকাল জাসওয়ালের সাথে দ্বিতীয় দিনের ব্যাটিং করতে নামবেন রবিচন্দ্রন অশ্বিন। যিনি ৫ রানে অপরাজিত থাকবেন। কালকের খেলায় শুরুতেই জাসওয়াভি জাসওয়ালের দিকে নজর থাকবে সবার। তিনি শেষ পর্যন্ত নিজের তথা ভারতের ইনিংসে কোথায় নিয়ে যেতে পারেন সেদিকে লক্ষ্য থাকবে সবার। 

অপরদিকে, বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে দুই মুসলিম ক্রিকেটার বসির আহমেদ আর রেহান আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। আর একটি করে উইকেট রয়েছে টম হার্ডি আর জেমস এন্ডারসনের ঝুলিতে। ব্যাটিং সহায়ক উইকেট হলে ইংলিশরা নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় পার্টনারশীপ করতে পারেনি ভারত।

তবে, এখন পর্যন্ত ভারত এগিয়ে থাকলেও শঙ্কা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রন ভারতের হাতে একথা বলার উপায় নেই। কারন, ইংল্যান্ড ক্রিকেট দল এখন বাজবল ক্রিকেট খেলে অভ্যস্ত। ভারতের যেকোন সংগ্রহ অল্প সময়ের মধ্যে টপকে যাওয়ার মত সক্ষমতা আছে ম্যাককালামের অধীনে থাকা দলটির। ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর থেকেই টেস্ট প্রচলিত টে্স্টে খেলার ধরনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছেন। 

ইংল্যান্ড দল এখন মারকাটারি ব্যাটিং করে যেকোন ম্যাচের চেহারা পরিবর্তন করে দিতে পারে। সফলতার পাশাপাশি মাঝে মাঝে পা ভড়কালেও বাজ ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিবেন না বলে ঘোষণা দিয়ে রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। দলটির অধিনায়ক যেখানে বেন স্টোকস সেখানে এই সিদ্ধান্ত নেয়াটা অতি সহজ ইংল্যােন্ডের জন্য। বেন স্টোকস নিজেও তো কত ম্যাচ জিতেয়েছেন মারকাটারি ব্যাটিং করে। 

এদিকে প্রথম টেস্টে ভারতকে ২৮ রানে হারিয়ে ৫ ম্যাচ টেস্টে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ইনিংসে ১৯০ রানের লীড নিয়েও জয় নিশ্চিত করতে পারেনি ইংল্যান্ড দল। অলি পপের দুর্দান্ত ১৯৬ রানের উপর ভর করে ২৮ রানের জয় নিশ্চিত করে ইংল্যান্ড। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়া এই সিরিজটি দুদলের জন্যই গুরুত্বপূর্ন। ফলে, দুদলেরই লক্ষ্য বড় ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দিকে এগিয়ে যাওয়া। 

38 thoughts on “জাসওয়াল নৈপূন্যে এগিয়ে ভারত

  1. The Beatles – легендарная британская рок-группа, сформированная в 1960 году в Ливерпуле. Их музыка стала символом эпохи и оказала огромное влияние на мировую культуру. Среди их лучших песен: “Hey Jude”, “Let It Be”, “Yesterday”, “Come Together”, “Here Comes the Sun”, “A Day in the Life”, “Something”, “Eleanor Rigby” и многие другие. Их творчество отличается мелодичностью, глубиной текстов и экспериментами в звуке, что сделало их одной из самых влиятельных групп в истории музыки. Музыка 2024 года слушать онлайн и скачать бесплатно mp3.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *