ক্রিকেটের সব ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ দল

bangladesh-cric
ছর্বি: অনলাইন

দিনের পর দিন অতিবাহিত হলেও পারফরম্যান্সে কোন পরিবর্তন হচ্ছে না বাংলাদেশ দলের। ২৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা বাংলাদেশের শেখার শেষ যেন হচ্ছেই না। শিখতে শিখতে অবসরে চলে গেছেন অনেকেই, অবসরের পথেও আছেন দেশের সেরা খেলোয়াড়েরা, নতুনরা এসে শিখছে নতুন করে। ফলে, দিন শেষে বাংলাদেশ দল যেন ক্রিকেটে নবাগত দল। বিশ্বকাপ শেষ হয়েছে অনেক আগে, তবে বিশ্বকাপ ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ দল।

সব ফরম্যাটে ব্যর্থ হলেও, দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের ভাল দল দাবি করে আসছিল বাংলাদেশ। এমনকি বিশ্বকাপ জেতার মত সুপ্ত বাসনা নিয়েও ভারতে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাজ জয়তো দুরের কথা টুর্নামেন্টে অংশগ্রহন করা ১০ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮ নম্বরে। বাংলাদেশের নিচে ছিল শুধু শ্রীলঙ্কা আর নেদারল্যান্ড।

বিশ্বকাপ ব্যর্থতার পর দেশ ঘুরে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড। তবে ক্রিকেট ভাগ্যের পরিবর্তন হয়নি বাংলাদেশের। ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ তে পিছিয়ে থেকে ১ ম্যাচ হারে রেখেই সিরিজ হেরে বসে আছে বাংলাদেশ। দলের অবস্থা এতটাই নাজুক যে,পরাজয় মেনে নিয়ে ব্যক্তিগত পারফর্মন্সে দিয়ে সন্তুষ্টির কথা জানাতে হচ্ছে বাংলাদেশকে। সর্বশেষ ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলেও, দল খুশি সৌম্য সরকারের ১৬৯ রানের ইনিংসে।

ভাল ফলাফলের জন্য ব্যাটে টপ অর্ডারদের রান পাওয়ার কোন বিকল্প নেই । সেখানে বাংলাদেশের টপ অর্ডার দলের হারে সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। প্রথম পাাওয়ার প্লেতেই টপ অর্ডারদের কোন প্রতিদ্বন্দিতা ছাড়াই হারতে হচ্ছে বাংলাদেশকে। অথচ, পূরো দেশজুড়ে তাদের কোন বিকল্পই নেই। ক্যারিয়ারজুড়ে অফ ফর্মে থাকলেও লিটন দাস এখন বাংলাদেশের বড় ভরসার জায়গা। বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডারে থাকা লিটন দাস নিউজিল্যান্ড সিরিজেও গিয়েও ব্যর্থ। প্রথম ইনিংসে ২২ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ৬ রান করে।

কিন্তু, তাতে কি বাংলাদেশের তো অল্পতেই সন্তুষ্টি। খারাপ খেলতে খেলতে হঠাৎ এক ম্যাচ থেকে রান আসলেই তো তাকে নিয়ে আমারা গর্ব করি। যেমনটা সৌম্য সরকারের বেলায় হচ্ছে। দীর্ঘদিন ধরে খারাপ খেলতে খেলতে হঠাৎ এক ইনিংসে ভাল করা সৌম্যকে নিয়ে কিনা হচ্ছে। বাংলাদেশের পরাজয় ছাঁপিয়ে মূল আলোচনা রান পেয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ থেকে বিদায় হওয়া টেকনিক্যাল কনসালটেন্ট চন্দ্রশেখর যাওয়ার আগে তো বলেই গেছেন, বাংলাদেশেী খেলোয়াড়েরা অল্পতেই সন্তুষ্ট। বাস্তবতাও তো তাই বলে। বাংলাদেশের খেলোড়দের ভালো ইনিংসের সংখ্যা এতটাই কম যে, একটি ভাল ইনিংস খেললেই তার পুরো বংশ পরিচয় তুলে ধরা হয়।

এই মূহুর্তে বাংলাদেশ দলের অবস্থা এতটা্ই ভয়াবহ যে, ক্রিকেট পাগল সমর্থকরা বর্তমান দলে থাকা কোন খেলোয়াড়রেই আস্থা রাখতে পারছেন না। নিয়মিত পরাজয় থাকলেও, বিম্বকাপের আগেও কিছু খেলোয়াড়কে নিয়ে যে আস্থার জায়গা তৈরি হয়েছেল, এখন তা শুন্যের কোঠায়। ম্যাচের পর ম্যাচ শেষ হয়, দেশের ক্রিকেট সমর্থকরা নিজেদের হতাশার অভিব্যক্তি দিয়ে মাঠ ছাড়ে। সমোলোচনা হয়, তবে পরিবর্তন হয়না মাঠের পারফর্মেন্সে। খেলা চলাকালীন বাংলাদেশ দলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যে বিপক্ষ সমর্থক থেকে শুরু করে, মিডিয়া ড্রেসিংরুমেও ছড়িযে পড়ে।

bangladesh cricket
ছবি: অনলাইন

শুরুর আগে আশার বানী থাকলেও ড্রেসিংরুমে বিব্রত হতে হয় আতাহার আলী খানদের। জবাব দেয়ার মত কোন ভাষাই অবশিষ্ট থাকে না ক্রিকেট কন্ঠে। বিপক্ষ সমর্থকদের হাতে অপদস্থ পর্যন্ত হতে হয় হতাশার পরাজযে। কিন্তু, সেই উপলব্ধি মনে এসেই বা লাভ কি। নিজেদের অযোগ্যতা তো আর লজ্জা দিয়ে ঢাকা যায় না। তাছাড়া, দলের এই বিচ্ছিন্ন হালে কষ্টই বা পাবে কে। নিজেদের পারফর্মেন্স থাকলে তো খারাপ লাগাটা শোভা পায়।

ব্যর্থতার জায়গা শুধু একটা জায়গায় হলে তো মানা যায়। ব্যাটিং,বোলিং,ফিল্ডিং সহ বডি ল্যাঙ্গুয়েজ কোনটাতেই তো প্রফেশনাল হতে পারেনি বাংলাদেশ। এ যেন সর্বাঙ্গে ব্যাথা, ঔষুধ দিব কোথা অবস্থা। বাংলাদেশের বোলিং এ্যাটাক নিয়ে অনেকে বেশ কিছুদিন আগে প্রশংসা করলেও, ভিন্ন কন্ডিশনে এই বোলিং এ্যাটাক যেন শুধু নিজেদের স্পেল সহ ইনিংস শেষ করার জন্যই। গতি থেকে শুরু করে, লাইন-লেন্স সব জায়গায় ঘাটতি স্পষ্ট। উপমহাদেশীয় দল হলেও দলে কোন জেনুেইন স্পিনারই দলে নেই।, তাছাড়া, ক্যাচিংয়েও অবস্থা এত খারাপ যে, সেরা দশে থাকা দলগুলার মধ্যে  নিজেদের অবস্থান শেষের দিকে।  বিপক্ষ দলগুলোর কাছে যেন পাড়ারএক দল বাংলাদেশ।

ফলে, পারফর্মারহীন বাংলাদেশের পরিবর্তনটাও এতটা প্রখর যে টিম কম্বিনেশন তৈরি করার মত দলই গঠন করতে পারছে না দলটি। যার প্রমান, সর্বশেষ দলের সাথে বর্তমান দলটিকে তুলনা করলেই বোঝা যাবে। বিশ্বকাপের আগা চলা পরীক্ষা-নীরিক্ষার যেন শেষ নাই।  হবেই বা কি করে দলের হয়ে অবদান রাখতে সক্ষম খেলোয়াড়ই তো নজরে নেই বিসিবির। ফলে, কোচ থেকে শুরু করে বিসিবি যেন কুল কিনারাই করে উঠছে পাড়ছে না। অথচ,  টি-টোয়েন্টি প্যাকেজে আরও একটি বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। বিসিবি বস তো কথা দিয়েছিলেন সামনের বিশ্বকাপ টার্গেট বাংলাদেশের। বিশ্বকাপ যখন দুয়ারে, তখন বাংলাদেশ দল গঠন নিয়েই তো সংগ্রাম করছে।

তাছাড়া, বর্তমানে নাজমুল হাসান শান্ত অধিনায়কত্বের দায়িত্বে থাকলেও, জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন সব ফরম্যাটে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকির দলের গুরুত্বপূর্ন সদস্য হলেও, ক্রিকেট মাঠে দলের সাথে থেকে সময় দেয়ার মত সময় কি আছে অধিনায়কের। যদিও বাংলাদেশ দলের চুক্তিভিত্তিক খেলোয়াড় সাকিব, তবুও সাকিবের যেন বিসিবির নিয়মের তোয়াক্কা করতে বয়েই গেছে।  তাছাড়াও ,  আমেরিকায় থাকা পরিবার সহ রাজনীতিতে সময় দিয়ে কতটুকু সময় দলের জন্য দিতে পারবেন সাকিব, সেকথা কি ভেবেছে বিসিবি? যেখানে দলের সমন্বয় দলের জন্য গুরুত্বপূর্ন বিষয়, সেখানে লাগামহীন সাকিবকে দায়িত্ব দিয়ে দলকে কতটা নিয়মের মধ্যে আনতে পারেবে বিসিবি

তাছাড়া সাকিব আল হাসান তো নিজেই বিশ্বকাপের আগে কঠিনভাবে ঘোষণা দিয়ে রেখেছিলেন, বিশ্বকাপের পর একদিনের জন্যও দলের হয়ে অধিনায়ত্ব করতে চান না। অবাক হলেও সত্যে, বিসিবি নাকি এই তথ্য জানেই না। অন্যদিকে সাকিব আল হাসান আবার বলে দিয়েছেন, সিদ্ধান্ত নিবেন নির্বাচনের পর. ‍যিনি কিনা বিসিবির চুক্তি ভিত্তিক খেলোয়াড়। ক্রিকেটে এরকম নানা অব্যবস্থাপনার পরও বাংলাদেশ যে বিশ্বজয়ের স্বপ্ন দেখে এটাই তো বড় ব্যাপার। বাস্তবতা টা হয়তোবা নাই হলো তাতে কি। জবাব দিহীতারই তো বালাই নেই দেশের ক্রিকেটে।

34 thoughts on “ক্রিকেটের সব ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ দল

  1. Мадонна, икона поп-музыки и культурного влияния, продолжает вдохновлять и поражать своей музыкой и стилем. Её карьера олицетворяет смелость, инновации и постоянное стремление к самовыражению. Среди её лучших песен можно выделить “Like a Prayer”, “Vogue”, “Material Girl”, “Into the Groove” и “Hung Up”. Эти треки не только доминировали на музыкальных чартах, но и оставили неизгладимый след в культурной и исторической панораме музыки. Мадонна не только певица, но и икона стиля, актриса и предприниматель, чье влияние простирается далеко за рамки музыкальной индустрии. Скачать mp3 музыку 2024 года и слушать онлайн бесплатно.

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. ยูฟ่าเบท789 เว็บแทงบอลที่ใหญ่ และการเงินมั่นคงที่สุด สล็อตออนไลน์ ไม่มีขั้นต่ำ ใช้ทุนน้อย เล่นได้ทุกเกม

  4. THE ONE CARGO บริการรับสั่งซื้อและนำเข้าสินค้าจากจีนทุกประเภท บริการด้วยใจ ตอบไวทุกเวลา ให้คำปรึกษาทุกขั้นตอน ไม่ว่าคุณต้องการอะไร ที่นี่!! เราเนรมิตให้ชีวิตคุณง่ายขึ้น

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *